জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সময় ১৫ নম্বর ছাত্রী হলে ভোট নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসানসহ সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী হঠাৎ হলে প্রবেশ করে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এ ঘটনায় হলে তীব্র হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের হাতে দেওয়া অমোচনীয় কালি মুছে যাচ্ছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা হলে কর্তৃপক্ষকে জানালে দুপুর পৌনে ১২টার দিকে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। নতুন কালি না আসা পর্যন্ত ভোট স্থগিত থাকে। ঠিক সেই সময়েই শেখ সাদী হাসানের নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতা অনুমতি ছাড়াই হলে ঢুকে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামও। তারা অভিযোগ করেন, হলে কারচুপি চলছে। হলের শিক্ষার্থীরা...