১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম “সেবার ব্রতে চাকরি” এ শ্লোগানে বাংলাদেশ পুলিশে রাজবাড়ী জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সকল ধাপ অতিক্রম করে যারা চুড়ান্ত পর্যায় এসেছে, তাদের মেধাক্রম অনুযায়ী চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী অনেকে এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।...