অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম উপসর্গ জন্ডিস। এই জন্ডিসের ক্ষেত্রে চোখ, ত্বক ও প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে; ফ্যাকাসে হয়ে যেতে পারে মলের রং। খাওয়ার রুচি হারিয়ে যেতে পারে, কোনো ধরনের চেষ্টা ছাড়াই অস্বাভাবিকভাবে কমে যেতে পারে ওজন। এ ছাড়া পেটের ওপরের অংশে ব্যথা হতে পারে। খাবার খেলে এই ব্যথা বাড়ে। সামনের দিকে উবু হয়ে বসলে ব্যথা কিছুটা কমে। তবে এর বাইরেও ত্বকে দেখা যেতে পারে নানান রকম উপসর্গ। অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্ডিসের ধরনটা এমন, যেখানে ত্বক কেবল হলুদই হয়ে যায় না, সঙ্গে বেশ চুলকানিও হয়। কোনো র্যাশ বা ফুসকুড়ি ছাড়াই এমন চুলকানি হয়। কোনো কোনো ক্ষেত্রে ত্বকের নিচের শিরা ফুলে উঠতে দেখা যায়। লালচে হয়ে ওঠে ওই শিরার ওপরের ত্বক। ব্যথাও থাকে বেশ। তবে এসব উপসর্গ আবার একটানা দীর্ঘদিন থাকে না, মাঝেমধ্যে...