কাজাখস্তানের দুর্গম প্রান্তরে হঠাৎই দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। এই তিনজনের নাম একসঙ্গে এলেই সিনেমাপ্রেমীরা বুঝে যান, এটিই সেই বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘দম’। ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি শুরু হয়ে গেছে সিনেমার শুটিং?যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। মুহূর্তেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে মনে হচ্ছে, প্রযোজক-নির্মাতা-অভিনেতা মিলে গেছেন শুটিংয়ের জায়গাগুলো সরেজমিন যাচাই করতে। কোন লোকেশন কেমন দেখাবে, কতটা চ্যালেঞ্জ নেবে অভিনেতাদের শরীর ও মন সবই পরীক্ষা করে দেখছেন তারা।এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ...