জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা পর বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়।অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই। শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনরবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক ফজিলতুন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, ‘আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের...