মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের গলা কেটে হত্যার একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ দখলের উদ্দেশ্যে করুণা রানীকে হত্যা করেছে তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়। রাত একটার দিকে শিশুর কান্নাকাটির শব্দে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠে এবং তখন তারা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ছোট ছেলে রথীন্দ ভদ্র জানান, তার বড় ভাই রবিই মাকে হত্যা করে পালিয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে...