যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি কারখানায় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক অভিযানের পর দেশটিতে বিনিয়োগ নিয়ে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো ‘খুবই দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। খবর বিবিসির। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের গত সপ্তাহের অভিযানে আটক হওয়া তিন শতাধিক দক্ষিণ কোরিয়ান নাগরিক শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জটিলতার কারণে তাদের প্রত্যাবর্তন বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে সিউল।আরো পড়ুন:ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যাইউক্রেন যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারা ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা ইউক্রেন যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারা ‘পরিস্থিতি অত্যন্ত বিভ্রান্তিকর’ উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, “বিদেশে কারখানা স্থাপনের সময় কোরিয়ান কোম্পানিগুলো সাধারণত দেশ থেকে কর্মী...