ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলনে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন দেশে ফেরার অপেক্ষায় আছে। ত্রিভুবন এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চড়েছেন সবাই। জামাল ভূঁইয়ারা বৃহস্পতিবার সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমান বাহীনির একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে এখন ঢাকায় ফেরার পথে। বেলা ৩ টার মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দল ও সাংবাদিকদের। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন। এদিকে, ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আটকে পরা...