জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে। তবে নির্বাচনী আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, প্রথম তিন ঘণ্টায় তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাীতিলতা হলে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮০টি। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রীতিলতা হল কেন্দ্রে মোট ভোটার ৩৯৯ জন। প্রথম চার ঘণ্টায় ৮০টি ভোট পড়েছে। তিনি আরও বলেন, মোটামোটি ২০% ভোট কাস্ট...