১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম দিন বদলের হাওয়ায় যেমন অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে,-ঠিক তেমনি হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রকার ভেদের গ্রামীণ খেলাধূলাও। বলতে গেলে লালমনিরহাটের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা গুলো একদম বিলুপ্তির পথে। এখানকার অত্যন্ত জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ছিল হা-ডু-ডু, ফুটবল, হেন্ডবল, কানামাছি, দাড়িয়াবান্দা, লুডু, কাবাডি,বালিশ খেলা,ঘুড়ি উড়ানো ছাড়াও সাতাঁর কাটা খেলা আর আগের মত চোখে পড়ে না বললেই চলে। তবে দাবিও উঠেছে অতীত ঐতিহ্য‘র এসব হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা গুলো ফিরিয়ে আনার। অথচ মাত্র ১০/১২ বছর আগেও প্রতিটি গ্রামের স্কুল, মাদ্রাসা ও কলেজ মাঠ,- এমনকি ধান কাটার পর খালি মাঠে এবং বাড়ীর পাশের খালি জায়গায় পর্যন্ত চলতো বিশেষ করে হা-ডু-ডু এবং ফুটবল খেলার তীব্র প্রতিযোগিতা। এ সব খেলায় স্বর্ণ-রোপ্য দিয়ে তৈরি কাপ...