জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।বুধবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরসহ লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন।লিফলেট হাতে বিতরণকারী ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা দাবি করেন, “লিফলেটগুলো বিতরণের জন্য নয়, কেবল সঙ্গে রাখা হয়েছে।”তবে কেন্দ্রের পোলিং এজেন্ট উজ্জ্বল কুমার বলেন, “আমরা বিষয়টি জেনেছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালীন প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। লিফলেট বিতরণ ভোটার প্রভাবিত করার শামিল, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত।বার্তাবাজার/এমএইচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরসহ লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন। লিফলেট হাতে বিতরণকারী ব্যক্তিদের...