জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট ঘিরে ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের অবস্থান, কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পাঠানোসহ বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফ উল্লাহ। দ্রুত এসব বিষয়ে প্রশাসন ব্যবস্থা না নিলে অবাধ-সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অসঙ্গতির বিষয়ে জানান তিনি। প্রথমেই তিনি ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, প্রশাসন থেকে বলা হয়েছিল ভোটের দিন সকালে থেকে ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীরা থাকবে না। কিন্তু সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের আশেপাশে তাদের দেখা গেছে। এ বিষয়ে প্রশাসনকে জানালেও তার ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া হল কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পাঠানো হয়েছে জানিয়ে এ প্রার্থী বলেন, শহীদ...