হংকং ম্যাচ দিয়ে এশিয়া কপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করতে চায় লিটন বাহিনী। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে এর আগে আলোচনায় টাইগারদের একাদশ। কোনো ১১জন মাঠে নামবে তা জানতে দর্শকদের আগ্রহের কমতি নেই। আগের দুই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। সেই হিসেবেই একাদশ সাজাবেন লিটন কুমার দাস। নিশ্চিতভাবেই ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানকে। তিনে লিটন, চারে সাইফ হাসান ও পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা অনেকটায় অনিশ্চিত। ছয়ে দেখা যাবে জাকের আলীকে। আর সাতে থাকতে পারেন শেখ মাহেদী। কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন তিনি। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আট...