১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে ডাকাত দলের ছুড়া গুলিতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন এএসআই মোঃ সেলিম(৩৬),কনেসট্রবল সোহল (৪৪) ও মোঃ মাসুদ(৩৬)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার পরে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সেতুর পূর্ব পাশে। জানা যায় -মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে থেকে প্রতিনিয়ত চোরাই মালামাল বের হয়। একদল চোরাকারবারি ও ডাকাতদল মালামাল নিয়ে বের হওয়া গাড়ি আটকিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি,ছিনতাই ও ডাকাতি করে আসছে। গতরাতেও তারা প্রকল্পের মালামাল বহনকারী গাড়ি ডাকাতির প্রস্তুতি নিয়ে ১০-১৫ জন্য ডাকাত সংঘবদ্ধ হয়। বিষয়টি খবর পেয়ে রাতে পুলিশের টহল টিম আফজলিয়া পাড়া থেকে মাতারবাড়ির কেহেলিয়া ব্রীজের পূর্ব পাশে ডাকাতদের দেখতে পেলে...