ঢাকার চারটি পরীক্ষাগারে শনাক্ত হয়েছে ৭৮৫ জন চিকুনগুনিয়া রোগীবাংলাদেশে ডেঙ্গু এখন কেবল রাজধানীনির্ভর নয়। এটি পরিণত হয়েছে সারা দেশে মহামারি রূপে। শহরের আকাশচুম্বী ভবন থেকে শুরু করে গ্রামের টিনের চালা, কোথাও আর এডিস মশার হাত থেকে রক্ষা নেই। প্রতিদিনই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে আক্রান্ত ও মৃত মানুষের খবর। সরকারি হিসাব বলছে, এ বছর আক্রান্তদের তিন-চতুর্থাংশই ঢাকার বাইরে, বিশেষ করে দক্ষিণাঞ্চল ও গ্রামীণ অঞ্চলগুলোতে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর ভিড় কয়েকগুণ বেড়ে গেলেও প্রকৃত সংকট লুকিয়ে আছে গ্রামাঞ্চলে। যেখানে পরীক্ষার সুযোগ নেই, শয্যা নেই, আর রয়েছে দীর্ঘস্থায়ী চিকিৎসকের ঘাটতি। স্বাস্থ্যখাতের এই দুরবস্থা যেন নাগরিক জীবনের ভঙ্গুর নিরাপত্তার প্রতিচ্ছবি। এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ, আর মৃত্যুর সংখ্যা শতকের ঘর পেরিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সেপ্টেম্বরের শেষে...