বাফার সংযোগের কাপলিং হুক ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তালশহর রেলস্টেশন এলাকায় পেছনের তিনটি বগি ট্রেনের মূল অংশ থেকে আলাদা হয়ে যায় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। আশুগঞ্জের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, কালনী এক্সপ্রেস বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছলে বেলা ১১টা ৫০মিনিটের দিকে চলন্ত অবস্থায় কাপলিং হুক ভেঙে যায়। তাতে পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক টানেন। ইঞ্জিনসহ সামনের অংশের বগিগুলো নিয়ে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় গিয়ে থামে। এ সময় আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি আর হৈ চৈ শুরু হয়। তবে বড় কোনো দুর্ঘটনা...