জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে রাখা হয়েছে আরও পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুরাদ চত্বর, মীর মোশাররফ হল, পুরাতন প্রশাসনিক ভবন, ড্রেইরি গেট, প্রান্তিক গেটসহ বিভিন্নস্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত দেখা যায়। এছাড়া পুলিশের পাশাপাশি রয়েছে গোয়েন্দা পুলিশ ও এপিবিএন সদস্যরা। এ সময় আরও দেখা যায়, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য ক্যাম্পাসের ভেতরে অস্থায়ী দোকান ও ক্যাম্পাসের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। ঢাকা জেলা...