নারী ক্রিকেটের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক পদক্ষেপের ঘোষণা দিল আইসিসি। এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারী। ঐতিহাসিক এই পথচলার সঙ্গী থাকছেন বাংলাদেশেরও একজন। বিশ্বকাপের ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বাংলাশের নারী ক্রিকেটের অনেক প্রথমের অংশ সাথিরা এখানেও রচনা করতে যাচ্ছেন ইতিহাস। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি। সাথিরার দায়িত্ব পাওয়ার খবরটি অবশ্য দেশের ক্রিকেটে ছড়িয়ে পড়েছিল আগেই। বৃহস্পতিবার সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। সব নারী ম্যাচ অফিসিয়াল দিয়ে এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনা করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে সেই ধারার সূচনা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এবারের আসর থেকে। এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি।...