জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশিবিরের বিরুদ্ধে জাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ছাত্রদল ও বাগছাস সমর্থিত প্রার্থীরা। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করে শিবিরের সমর্থকরা বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে ব্যালট পেপার দিয়েছে বলেও অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন চলাকালে এসব অভিযোগ করা হয়। অভিযোগকারী কবি নজরুল হল ছাত্রদল নেতার দাবি, ভোর ৬টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন শিবির সভাপতি মুহিবুর রহমান। এরপর হলের ভেতরে একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করে তিনি বের হয়ে আসেন। এদিকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মতিউর রহমান বলেন, ‘২১ নং হলে আমরা কেন্দ্রের একেবারে দরজায় একজনকে শিবিরের লিফলেটসহ পাই। বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের অন্য একজন তার হাত থেকে লিফলেট নিয়ে পালিয়ে যান। ভিডিওতে সব স্পষ্ট দেখা...