কোনো ধরনের ঘুষ-তদবির ছাড়াই পুলিশের চাকরি পেলেন সাতক্ষীরার ২৮ তরুণ-তরুণী। সাতক্ষীরায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন তারা।বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিলশেডে চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকরা। অনেকে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি।এবারে এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৯০০ প্রার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৪০০ জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ হন ৩৩৫ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৮ জন। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৬ জন। পরে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৮ জন এবং অপেক্ষমাণ রয়েছেন ৬ জন।নির্বাচিত প্রার্থীরা বলেন, মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে চাকরি পাওয়া তাদের কাছে এক অবিশ্বাস্য প্রাপ্তি।...