এস এম বদরুল আলমঃগত আট মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আউটসোর্সিং খাতে বিভিন্ন প্রকল্পে প্রায় হাজারখানেক জনবল নিয়োগ দিয়েছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার ঘনিষ্ঠজন মশিউল আলম (বিশেষ ক্যাশিয়ার) ও আবু ফাত্তাহ (কথিত মিডিয়া কনসালটেন্ট) এই নিয়োগ বাণিজ্যের মূল হোতা বলে ভুক্তভোগী প্রার্থীরা দাবি করেছেন। এলজিইডির অধীনে দেড়’শর বেশি উন্নয়ন প্রকল্প চলছে। প্রতিটি প্রকল্পেই আউটসোর্সিং জনবল নিয়োগের সুযোগ থাকে। চলতি বছরের শুরু থেকে ডজন খানেক নতুন প্রকল্প অনুমোদন হয়েছে। জলবায়ু প্রকল্পে একাই নিয়োগ দেয়া হচ্ছে ৩৭৫ জন, টুলু প্রকল্পে ৫০ জন এবং বৃহৎ প্রকল্প RUTDP-তে প্রায় ৩০০ জন। ছোট-বড় আরও অনেক প্রকল্পে নিয়োগ চলছে বা শেষ হয়েছে। এই নিয়োগগুলোতে পদভেদে ঘুষের হার...