জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ ছিল। শিক্ষার্থীদের দাবি, ভোটে কারচুপি হচ্ছিল। তবে কেন্দ্রপ্রধান বলছেন, ভিড়ের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২০ মিনিটের মতো ভোট বন্ধ ছিল বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান লুৎফর এলাহী। তিনি বলেন, ‘সাংবাদিক, শিক্ষার্থী, প্রার্থীরা ভিড় করলে অচলাবস্থা তৈরি হয়। এতে ১৫-২০ মিনিটের মতো ভোট বন্ধ থাকে। এখন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।’ শিক্ষার্থীদের তোলা কারচুপি এবং কালি শেষ হয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম কিছু ঘটেনি।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ...