জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে জয়লাভ করবেন বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান। ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সহ-সভাপতি ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, ‘ছাত্রদল যে অভিযোগ দিচ্ছে স্পেসিফিক যে অভিযোগ সেটা দিতে বলবেন।’ এক প্রশ্নের জবাবে আরিফুল্লাহ আদিব বলেন, ‘কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের (শিবির) সভাপতি গতকাল রাতে নির্বাচন অফিসে গিয়েছিলেন শুধু অবজারভার রাখা হবে কিনা, পোলিং এজেন্টের বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য গিয়েছিলেন। এছাড়া আর কোনোকিছুই নয়।’ জয়-পরাজয় যেটিই হোক এ বিষয়ে আপনাদের মানসিকতা কি– এমন প্রশ্নের জবাবে শিবিরের ভিপি প্রার্থী বলেন, ‘আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন...