কাতারের প্রতি সংহতি জানানোয় শেখ তামিম নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া দুই নেতা কাতার ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।গাজায় ত্রাণ শিবির পাহারা দিচ্ছে ইসলামবিদ্বেষীরাএ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে।চলতি বছরের ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারত সফরে আসেন। নয়াদিল্লিতে এটি ছিল তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব...