কারচুপির অভিযোগে বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেসা হলের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ফের ভোটগ্রহণ শুরু হয়। তিনি বলেন, কালি নিয়ে সমস্যার কারণে ভোট বন্ধ রাখা হয়েছিল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা...