রাজধানীর রায়েরবাজারে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতৃত্ব, প্রথমে জুলাই শহীদ ও পরে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দোয়া ও মোনাজাত করেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, ৭১ এবং ২৪ এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তাঁরা। ডাকসুর নতুন সহ–সভাপতি (ভিপি) সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দেশজুড়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে চান তাঁরা। তিনি বলেন, শহীদেরা তাদের প্রেরণার বাতিঘর। তাঁদের আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে ডাকসুর নতুন কমিটি। এ সময় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ জানান, ডাকসুতে ছাত্র শিবিরের নয়, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। শিক্ষার্থীদের জন্য কাজ করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া...