চলতি এশিয়া কাপে বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে অন্তর্ভুক্ত করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের সম্প্রচার সংস্থা সনি স্পোর্টস। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে আকরামের উপস্থিতি ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আকরামের সঙ্গে সনি স্পোর্টসের প্যানেলে আছেন ভারতীয় সাবেক ব্যাটার রবিন উথাপ্পা এবং সঞ্চালক সঞ্জনা গণেশন। সোশ্যাল মিডিয়ায় বহু সমর্থক সনি স্পোর্টসের বিরুদ্ধে ‘সংবেদনশীলতার অভাব’ এবং ‘দ্বিমুখী আচরণের’ অভিযোগ তুলেছেন। অনেকেই প্রশ্ন করছেন— যেখানে পাকিস্তানি ক্রিকেট দলকে বয়কটের দাবি উঠেছে, সেখানে একজন পাকিস্তানি কিংবদন্তিকে ভারতীয় সম্প্রচার প্যানেলে রাখা কতটা যৌক্তিক? একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘পাহেলগামে মানুষ মারা যাচ্ছে, আর সনি শুধু টিআরপি আর টাকার চিন্তা করে একজন পাকিস্তানি বিশ্লেষককে...