জাকসু নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে রয়েছে দীর্ঘ লাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ৩৩ বছর পর আয়োজন করা জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোট কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।আরো পড়ুন:এলাকাবাসীর চোখে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম যেমনডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্র ডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্র সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রে প্রবেশের জন্য। ভোট দিতে ছাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট দিতে আসা ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাইফ বলেন,...