কক্সবাজারের মহেশখালীতে ডাকাতদের গুলিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ হামলা হয়। গুলিবিদ্ধরা হলেন—মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানিয়েছেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। এসব বহনকারী গাড়ি আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করছে একদল ডাকাত। মঙ্গলবার রাতেও ১০ থেকে ১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ...