১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ছেড়ে যায়। তালশহর স্টেশন ইয়ার্ডে কাপলিং ভেঙে পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়। তিনি আরও জানান, বর্তমানে ট্রেনটি স্টেশন ইয়ার্ডে রাখা হয়েছে এবং কাপলিং মেরামতের জন্য রেলের কারিগরি টিম কাজ করছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এক কর্মস্থলেই ৫ বছর, তথ্য দিতে গড়িমসি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার! হাকিমপুর ভূমি অফিসে হয়রানি, সেবাপ্রত্যাশীরা দ্রুত ও স্বচ্ছ সেবা চান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক...