১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম রাজবাড়ীর পদ্মা নদীতে বিলুপ্তপ্রায় বিশাল আকৃতির একটি ঠাই মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি ৬ শত গ্রাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে রাজবাড়ীর পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পরে। জেলে জীবন হলদার বলেন, ভোর রাত থেকে পদ্মা নদীর হরিরামপুর থেকে জাল ফেলা শুরু করি। পরে চরকর্নেশনা এলাকায় আসলে জালে টান পরে। দ্রুত জাল টেনে নৌকায় তুললে ধবধবে সাদা রংয়ের বিলুপ্ত প্রায় এই মাছটি ধরা পরে। পরে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে আশি। এদিকে মাছটিকে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা। মাছটি উম্মক্ত নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লক্ষ ৩ হাজার...