নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দৃঢ় অবস্থান নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজের প্রতারণার শিকার বিনিয়োগকারীদের অর্থ ফেরত আনতে নিয়ন্ত্রক সংস্থা আইনি ও প্রশাসনিক সব পদক্ষেপ গ্রহণ করছে। ব্রোকারেজ হাউসটি বিভিন্ন সফটওয়্যার ও সার্ভারের মাধ্যমে বছরের পর বছর বিনিয়োগকারীদের অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্তে বেরিয়ে এসেছে, প্রতিষ্ঠানটি মোট ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে—এর মধ্যে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা নগদ এবং ৯২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। বুধবার (১০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ৩৫ জন বিনিয়োগকারী বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তারা নিজেদের আর্থিক ক্ষতি ও দুরবস্থার কথা তুলে ধরে দ্রুত অর্থ ফেরতের দাবি জানান। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, “কমিশন আপনাদের পাশে আছে, অর্থ...