ঢাকা : ব্রিটিশ-বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ‘বিনয় বসু’ নামে বেশি পরিচিত। বিনয় বসু ১৯০৮ সালের ১১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রেবতীমোহন বসু ছিলেন একজন প্রকৌশলী। বিনয় ঢাকা থেকে ম্যাট্রিক পাস করে মিটফোর্ড মেডিক্যাল স্কুলে (বর্তমানের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভর্তি হন। এ সময় তিনি ঢাকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং যুগান্তর দলের সঙ্গে জড়িত মুক্তি সঙ্ঘে যোগ দেন। বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তিনি পড়ালেখা শেষ করতে পারেননি।১৯২৮ সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন। অল্পদিনের মধ্যেই বিনয় ওই সংগঠনের ঢাকা শাখা গড়ে তুলেন। অচিরেই রাজবন্দিদের উপর পুলিশী নির্যাতনের বিরূদ্ধে সংগঠনটি রুখে দাঁড়ায়।...