১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ২ হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নির্বাচনের সময় বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে। জাবির পাশে ক্যান্টনমেন্ট থাকায় সেনা যেকোনো মুহূর্তে মোতায়েন হতে প্রস্তুত। তিনি বলেন, “জাকসু নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, আনসার ও বিজিবিসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সেনাবাহিনীও সতর্ক অবস্থানে থাকবে এবং প্রয়োজনে সহায়তা করবে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাকসু নির্বাচনে সেনা মোতায়েন...