ঢাকা: আজ ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা ছিনতাই করেছিল চারটি যাত্রীবাহী বিমান, আর সেই দিন বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস।দুটি বিমান আছড়ে পড়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। মুহূর্তেই আগুনে ঘিরে যায় শত শত তলা ভবন। আর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ধসে পড়ে প্রতীকী সেই টাওয়ারদ্বয়।আরেকটি বিমান আঘাত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ার এক ফাঁকা মাঠে-যাত্রীদের প্রতিরোধেই ছিনতাইকারীরা লক্ষ্যচ্যুত হয়েছিল।সে দিন প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরও প্রায় ২৫ হাজার। বাংলাদেশসহ ৭৮টি দেশের নাগরিক নিহত হন এই হামলায়। অথচ ২৪ বছর পেরিয়েও এখনও শনাক্ত করা যায়নি এক হাজার ১০০ জন নিহতের পরিচয়।হামলার পর ধ্বংসস্তূপের জায়গায় গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ ও জাদুঘর।...