বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বেশ কয়েকজন সদস্য ও বেসিস সচিবালয়ের কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণ শেষে বোর্ডরুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বেসিস সচিবালয়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এর আগে, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক (অ.দা.) মুহাম্মদ রেহান উদ্দিন সই করা এক...