গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিবির সমর্থিত প্যানেলের অধিকাংশরা বিজয় অর্জন করেছেন। শিবিরের প্যানেলের বাইরে থেকে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া। রাফিয়াকে অভিনন্দন জানিয়েছেন শিবিরের প্যানেলের বিজয়ী সদস্য সর্ব মিত্র চাকমা।সর্ব মিত্র বলেন, খুব করে চেয়েছি সে জিতে আসুক। নিজ যোগ্যতায় একা লড়ে সে জিতে এসেছে। রাফিয়াকে অভিনন্দন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। তার এ স্ট্যাটাসে তিনি রাফিয়া একটি স্ট্যাটাস শেয়ার করেন।আরও পড়ুন:শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করবে, আমরা কাজ করব: ডাকসু ভিপিফেসবুকে পোস্টে তিনি বলেন, রাফিয়ার সাথে প্রথম সাক্ষাৎ এনটিভির টকশোতে। ওর চিন্তাধারা চমৎকার, এতো সুন্দর কথা বলে! খুব করে চেয়েছি সে জিতে আসুক! নিজ...