এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। যখন যা কিছু মনে আসছে এআই চ্যাটবটের কাছে জানতে চাইছেন। ছবি এডিট করার ওস্তাত বলা যায় এআই চ্যাটবটগুলোকে। সঠিক দিক নির্দেশনা দিতে পারলে আপনার মনের মতো কখনো কখনো কল্পনার চেয়েও ভালো ছবি এডিট কিংবা বানিয়ে দিতে পারে। এবার গুগল তার এআই জিমিনিতে যুক্ত করেছে নতুন ফটো এডিটের টুল। সম্প্রতি গুগল ডিপমাইন্ডের পক্ষ থেকে জিমিনি অ্যাপে লঞ্চ করা হয়েছে একটি নতুন ইমেজ-এডিটিং মডেল ন্যানো-বানানা। প্রাথমিক ভাবে ব্যবহার করার পর দেখা গিয়েছে যে, এটি রিয়েলিস্টিক ভাবে ছবি এডিট করতে সক্ষম। সেই সঙ্গে ফেস বা মুখ এবং মুখের ফিচার একদম নিখুঁত ভাবে বজায় থাকে। কীভাবে...