দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচন নিয়ে এরই মধ্যে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটকের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক সোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হলে হলের অভ্যন্তরে পায়চারি করছিলেন। বিষয়টি জানতে পেরে তার অবস্থান করা কক্ষে গিয়ে আটক করেন হল প্রভোস্ট।...