জাতীয় বেতন কমিশনের দ্বিতীয় বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন বেতন কাঠামোতে একটি বিশেষ ভাতা প্রস্তাব করা হবে। এই ভাতাটি তাদের জন্য একটি প্রণোদনা হিসেবে বিবেচিত হবে। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর। এই সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের এক সদস্য, যিনি পরিচয় প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, এই ভাতা সশস্ত্র বাহিনী বা অন্যান্য বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বৈঠকে আলোচনার সময় উঠে এসেছে যে, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক কিংবা বিজ্ঞানী হতে এখন আর আগ্রহ দেখাচ্ছেন না অনেক মেধাবী শিক্ষার্থী। কেউ কেউ এইসব পেশায় পড়াশোনা করেও পরে প্রশাসনিক বা ভিন্নধর্মী চাকরির দিকে ঝুঁকছেন। এর ফলে দেশে বিশেষায়িত পেশাগুলোর মধ্যে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে। নতুন...