২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এবার অংশ নেবে রেকর্ড ৪৮ দল। আগের আসরে যেখানে খেলেছে ৩২ দল, এবার সুযোগ বাড়ছে আরো অনেক দেশের জন্য। এর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাছাইপর্ব শেষের পথে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ১৮টি দেশের টিকিট।আয়োজক দেশ হওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশই প্রথমবার একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে। এশিয়া থেকে জায়গা পেয়েছে জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান। জর্ডান ও উজবেকিস্তানের জন্য এটি ঐতিহাসিক অর্জন, কারণ তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড নিশ্চিত।...