ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট দেওয়া শেষে আঙুলের মধ্যে কোনো ধরনের কালির চিহ্ন না রাখায় ভোটার ও প্রার্থীদের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের শহীদ তাজউদ্দীন হলে প্রায় আধাঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এ পর্যন্ত কাস্ট হওয়া ১৫৩টি ভোট আবার যাচাইয়ের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাকসু নির্বাচনে এ ঘটনা ঘটে।প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর রুবেল বলেন, শিক্ষার্থীদের ইনডেক্স কার্ডের মধ্যে ছবি থাকবে কিন্তু এটি পরিবর্তন করা যায়। এক্ষেত্রে ছবি পরিবর্তন করে একজনের ভোট আরেকজন দেয়ার সুযোগ থাকে। নির্বাচন কমিশন থেকে প্রত্যেক হলে ছবিসহ ভোটার তালিকা দেয়া হয়েছিল। কিন্তু এই হলে ছবি ছাড়াই ভোটার তালিকা করা হয়। আবার সকাল থেকে ১৫৩টি ভোট কাস্ট হলেও...