অনেকে বলেন, কাঠমাণ্ডুর এই দৃশ্যগুলো অনেকটা গত বছর বাংলাদেশের অস্থিরতা কিংবা ২০২২ সালে শ্রীলঙ্কার পরিস্থিতির মতো।ভারতের বিশেষ নজরবাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সাথে দিল্লির সম্পর্ক বেশ ভালো। কারণ দুই দেশের মধ্যে ঐতিহাসিক, কৌশলগত ও অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। নেপালের সাথে ভারতের ১,৭৫০ কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সাথে যুক্ত।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন—‘নেপালের সহিংসতা হৃদয়বিদারক। তরুণদের প্রাণহানি আমাকে ব্যথিত করেছে। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে জরুরি বৈঠকও করেন।বিশ্লেষকরা বলছেন, যেমনভাবে ২০২২ সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় ভারত অপ্রস্তুত হয়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে ওলির দিল্লি সফরের ঠিক এক সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরো তাৎপর্যপূর্ণ করেছে।ভারতের জন্য কৌশলগত...