প্রবাদ আছে- ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। বাস্তবে অনেকটা এমন নিধিরাম সর্দার ‘সূচনা ফাউন্ডেশন’। নেই অফিস, নেই কর্মী অথচ অস্তিত্বহীন এ সংস্থার দাপটে একসময় তটস্থ থাকতেন ব্যবসায়ী ও ধনাঢ্যরা। সূচনা ফাউন্ডেশন নামের ভুয়া এ সংস্থা থেকে ব্যবসায়ী ও ধনীদের সংসদ সদস্য বানানোর প্রলোভন দেখিয়ে টোপ ফেলা হতো। তবে তাতে কাজ না হলে ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। অস্তিত্বহীন এ সংস্থার চেয়ারম্যান ছিলেন গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সূচনা ফাউন্ডেশনে অনুদান দিতে ব্যবসায়ী, চিকিৎসকসহ সমাজের ধনাঢ্য ব্যক্তিদের দেওয়া হতো রাজনৈতিক চাপ, মামলার ভয় এমনকি সংসদ সদস্য বানানোর প্রলোভন। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব নেই। প্রতিষ্ঠানটির ঠিকানায় অভিযান চালিয়ে কিছু পায়নি দুদকের এনফোর্সমেন্ট টিম।...