গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ভিন্নধর্মী নাটক ‘চুরি বিদ্যা ট্রেনিং সেন্টার’। এটি আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় অনলাইনে মুক্তি পাচ্ছে। নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আবিদ বিন পারভেজ প্রান্ত ও সাবা সুস্মিতা। নাটকের গল্পে দেখা যাবে গ্রামের চোর সরদার খলিল চোরা খুলেছে এক অদ্ভুত ট্রেনিং সেন্টার। সেখানে শেখানো হয় চুরির নানা কৌশল। খলিলের মেয়ে লতা কলেজে পড়ে। এদিকে নতুন ভর্তি হওয়া কামাল খুব দ্রুত খলিলের নজরে আসে। একসময় লতা আর কামালের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কামাল যখন চুরি বিদ্যা আয়ত্ত করে, তখন খলিল তাকে পাঠায় প্রাকটিক্যাল কাজ করতে। চেয়ারম্যানের বাড়িতে চুরি করার জন্য। সেখানেই বেরিয়ে আসে চমকপ্রদ সত্য। চেয়ারম্যানই আসলে এলাকার সবচেয়ে বড় চোর। অবশেষে কামাল...