কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে পানির উচ্চতা বিপৎসীমার ওপর চলে গেছে। মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এসব গেট থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে। তিনি আরোও জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৭৪ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। পানি বৃদ্ধি কিছুটা কমলেও বাঁধের নিচের অংশে বন্যা রোধে বেশি পানি ছাড়তে পারছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বাধের পানি ছেড়ে...