রাজবাড়ী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন নাহার হল সংসদের এজিএস (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মেয়ে নূরে জান্নাত সুজানা। সুজানা রাজবাড়ী পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি মো. রেজাউল করিম ও ময়না বেগমের বড় মেয়ে। বাবা জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আর মা বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। সুজানা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত। তিনি এসএসসি পাস করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এইচএসসি পাস করেন ঢাকার হলিক্রস কলেজ থেকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল সংসদের এজিএস (স্বতন্ত্র) পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্য ভোট ১১০৩। শামসুন নাহার হলে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৬। মোট...