এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে আধিপত্য করে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ জিততে কোনও কষ্টই করতে হয়নি। তার পরেও অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি ঘটনা জন্ম দিয়েছে আলোচনার! বুধবার সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার জুনায়েদ সিদ্দিককে থার্ড আম্পায়ার আউট দেওয়ার পরও আবেদন প্রত্যাহার করে নেন ভারতের অধিনায়ক। ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ১৩তম ওভারে। শিবম দুবের একটি বলে পুল করতে গিয়ে ব্যর্থ হন জুনায়েদ এবং উইকেটকিপার সাঞ্জু স্যামসন বল ধরেই আন্ডার–আর্ম থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন। সেই সময় সিদ্দিক ক্রিজের বাইরে ছিলেন। তবে সেই বলটি মিস করার পরই আমিরাত ব্যাটার ইঙ্গিত দেন যে, বল করার সময় দুবের ট্রাউজারে থাকা তোয়ালে পড়ে গিয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে স্কয়ার লেগ আম্পায়ার সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে রিপ্লে...