জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়য়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে বিভ্রান্তিকর নির্দেশনার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে কার্যকরী সদস্য পদে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কার্যকরী সদস্য পদে একজন ভোটার তিনজন প্রার্থীকে ভোট দিতে পারেন। তবে ব্যালট পেপারে নির্দেশনায় উল্লেখ ছিল, একজন প্রার্থীর পাশেই টিক চিহ্ন দিতে হবে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই সঠিকভাবে ভোট দিতে না পারার আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, যাতে তারা...