নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটার সংখ্যার তুলনায় অতিরিক্ত ব্যালট পেপার বিতরণের অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মাজহারুল ইসলাম বলেন,“নির্বাচন কমিশনের ছোট ছোট ত্রুটিগুলো এখন বড় ধরনের প্রভাব ফেলছে। যেমন—৫২২ জন ভোটারের বিপরীতে ৬০০টি ব্যালট দেওয়া হয়েছে। কোথাও ৩৯০ জন ভোটারের জন্য দেওয়া হয়েছে ৪০০ ব্যালট। এটা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।” তিনি আরও বলেন,“আমরা আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, অতিরিক্ত ব্যালট স্বচ্ছতার অন্তরায় হতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতিটি হলে অতিরিক্ত ব্যালট বিতরণ করা হয়েছে, অথচ এর কোনও ব্যাখ্যা বা নির্দিষ্ট নির্দেশনা নেই।” মাজহারুল আরও অভিযোগ করেন,“নির্বাচন...